বাংলাদেশে আসতে বাধা নেই অস্ট্রেলিয়ার

অবশেষে নতুন চুক্তিতে পৌঁছলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এর ফলে দেশটির বাংলাদেশে আসা নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। এতে বাংলাদেশ সিরিজ শুরু হবে নির্ধারিত সময়েই।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নতুন এই চুক্তির বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। তবে গত এক মাস ধরে চলা বোর্ড ও খেলোয়াড়দের সংগঠনের এ দ্বন্দের অবসান হয়েছে।

সঠিক সময়েই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথের দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।

বৃহস্পতিবার ০৩ আগস্ট সকালে উভয় পক্ষের আলোচনায় সমঝোতায় পৌঁছায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরও এখন অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশে সফর নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ পূর্বে জানিয়েছিলেনে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের অবসান হলেই সফরে আসবেন তারা। এখন এ নিয়ে দু’দল সমঝোতায় পৌঁছায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে আর কোনো বাধা রইল না।

টেস্ট মাঠে গড়ানোর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচটা দুই দিনের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচটি গড়াবে ২২ আগস্ট। চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

টেস্টের লড়াইটা শুরু হবে ২৭ আগস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। ম্যাচটি শেষ হবে ৩১ আগস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আজকের বাজার: আরআর/ ০৩ জুলাই ২০১৭