বাংলাদেশ বিশ্বে বড় উদাহরণ : বার্নিকাট

ছবি : বার্নিকাট

সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বে বড় একটা উদাহরণ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বৌদ্ধধর্মের একটি অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত তিনি।

নবনির্মিত এই বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি। এ সময় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন চট্টগ্রাম থেকে বৌদ্ধ ভিক্ষুরা।

বাংলাদেশে সব ধর্মের জন্য স্বাধীনতা পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে ধন্যবাদ দেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্শা বার্নিকাট বলেন, ‘বিশ্বে এটা একটা বড় উদাহরণ যে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সব ধর্মের মানুষের মধ্যে একই মর্যাদা বিদ্যমান।’

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮