বাগেরহাটে দেড় লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাগেরহাট সদর হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানের মধ্যে দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, জেলায় এক হাজার ৮৩১টি স্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানো হচ্ছে। এ জন্য তিন হাজার ৬৬২ জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত রয়েছেন।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় এক লাখ ৬৭ হাজার ১৭৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪৭ হাজার ৩৭৮ শিশুকে লাল রঙের এবং ৬-১১ মাস বয়সী  ১৯ হাজার ৭৯৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।