বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সদর রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নবীন হোসেন (২৮)। তিনি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আ. হালিম হাওলাদারের ছেলে।

মসজিদের ইমাম হাফেজ মো. মুনিরুজ্জামান ও সহযোগী শ্রমিকরা জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আ. হালিম হাওলাদারের ছেলে নবীন গত দুই দিন ধরে মসজিদের জলছাদের শ্রমিক হিসেবে কাজ করছেন। এদিন বিকেলে কাজ করার সময় সোলার প্যানেল সরাতে গিয়ে পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় বিদ্যুতের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়।

সহকর্মীরা পল্লী বিদ্যুতের সহায়তায় দ্রুত বিদ্যুতের লাইন অফ করে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু ঘটে।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, নবীন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করলেও সে শরণখোলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকের বাজার/একেএ