বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

বাংলাদেশ বিমানের এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (০৪ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ জুন এয়ার মার্শাল পদে পদোন্নতি পাওয়ার পর ৩ বছরের জন্য এ পদের দায়িত্ব নেবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব ফারাহ শাম্মীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি (বিডি/৭৩১৪), জিডি (পি)-কে ১২ জুন ২০১৮ তারিখ অপরাহ্ণ থেকে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ণ হতে ৩ (তিন) বছরের জুন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হলা।

বিমান বাহিনীর প্রধান পদে তিনি এয়ার চীফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

আবু এসরার প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।

প্রজ্ঞাপন সংযুক্ত:

আজকের বাজার/ এমএইচ