বিশ্বকাপ জিতলো ফ্রান্স

শেষ পর্যন্ত ফেভারিট ফ্রান্সের হাতেই উঠল বিশ্বকাপ ২০১৮ এর শিরোপা। অঘটনপূর্ণ এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোনো অঘটন ছাড়াই শেষ হল। টুর্নামেন্টে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে ৪-২ গোল ব্যবধানে জয় ছিনিয়ে নিল গ্রিজম্যান-পগবা-এমবাপেরা।

আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরুতে ফ্রান্সের উপর চড়াও হয় ক্রোয়েশিয়া। একের পর এক আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলে তারা। কিন্তু খেলার ধারার বাইরে গিয়ে প্রথমে গোল আদায় করে নেয় ফ্রান্স।

খেলার ১৭তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ডকে ক্রোয়েশিয়ার ডি বক্সের কাছে ফাউল করা হলে ফ্রিকিকের বাঁশি বাজায় রেফারি। গ্রিজম্যানের শটে বল উড়ে এসে গোলবারের সামনে পড়ে। বল ক্লিয়ার করতে গিয়ে মানজুকিচ উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন।

তবে এ গোলে মোটেও হতোদ্যম হয়নি ক্রোয়াটরা। সমানতালে আক্রমণ চালিয়ে যেতে থাকে। তাতে সাফল্যেরও দেখা মিলে। ৩৮তম মিনিটে ফ্রান্সের ডি বক্সের একটু বাইরে ক্রোয়েশিয়ার ফরোয়ার্ডকে ফাউল করলে ফ্রি কিক পায় তারা। পারিসিকের গোলে ক্রোয়েটরা সমতায় ফেরে।

ম্যাচের ৩৬তম মিনিটে ক্রোয়েশিয়ার ডি বক্সে পারিসিকের হাতে বল লেগে গেলে পেনাল্টি পায় ফ্রান্স।

গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল করে ফরাসিদের ২-১ গোলে এগিয়ে দেয়।

২-১ গোলের ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।

বিরতির পর সমানতালে আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দুই দল।

৫৯তম মিনিটে পগবা গোল করে ব্যবধান বাড়ান। ফ্রান্স এগিয়ে যায় ৩-১ গোল ব্যবধানে।

৬৫তম মিনিটে এমবাপে দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়িয়ে করেন ৪-১।

৬৯তম মিনিটে ফ্রান্সের গোলরক্ষক লরিসের ভুলে গোল পেয়ে যায় ক্রোয়েশিয়ার মানজুকিচ। ব্যবধান কমে হয় ৪-২।

এই ব্যবধান নিয়েই শেষ হয় ম্যাচ।  দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের শিরোপার স্বাদ পায় ফ্রান্স।