বিশ্ব মেধা সম্পদ দিবস আজ

বিশ্ব মেধা সম্পদ দিবস আজ। ‘ক্ষমতায়নে পরিবর্তন উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’-প্রতিপাদ্যে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে, বিভিন্ন কর্মসূচি নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর- ডিপিডিটি।

এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, উদ্ভাবনী শক্তি ও সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই বাংলাদেশ সৃজনশীল দেশ হিসেবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াবে। তিনি আরও বলেন, উদ্ভাবনী সৃজনশীলতায় যেমন পুরুষের ভূমিকা আছে, তেমনি আছে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা।

অন্যদিকে সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকাও সমান।

আজকের বাজার/আরজেড