বিশ্ব শান্তি কামনায় শেষ হলো ইজতেমার ৫৩তম আসর

মুসলিম উম্মাহর ও বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৩ তম আসর। শীত উপেক্ষা করেই রোববার ২১ জানুয়ারি লাখো মানুষ অংশ নিয়েছিলেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে।

বিশ্বের মঙ্গল ও কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতে শান্তি কামনা করা হয় মোনাজাতে। এছাড়া আত্মশুদ্ধি ও দুনিয়ার বালা-মুসিবত থেকে হেফাজত করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। লাখ লাখ মুসল্লির কণ্ঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’, ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। এর মধ্য দিয়ে শেষ হলো ৫৩ তম ইজতেমার এবারের আসর।

এর আগে রোববার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ৫৩ তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় পৌনে ১১টার দিকে।

মোনাজাতের সময় ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় নেমে আসে পিনপতন নীরবতা। খানিক পরপর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনি। আর মানুষের কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে ওঠে।

আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আঁকুতি জানান মুসল্লিরা। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করতে দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা।

নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ, নৌকা, বাসের ছাদ, ফুটওভার ব্রিজ-যে যেখানে পারছেন সেখানে বসেই দু’হাত তুলে মোনাজাতে অংশ নেন তারা।

উল্লেখ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় ১৯ জানুয়ারি। আজ ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আসর।

আজকের বাজার:এলকে/ ২১ জানুয়ারি ২০১৮