বুচা অবশ্যই ‘ন্যায়বিচারের প্রতীক’ হবে : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুচার ঘটনাকে ‘ন্যায় বিচারের প্রতীকে’ পরিণত করার আহ্বান জানিয়েছেন। শহরটি থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে নেওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার তিনি এ আহ্বান জানান। রাশিয়ান বাহিনীর নির্মমতার শিকার বুচা শহরটি এখন যুদ্ধাপরাধের অভিযোগের সমার্থক হয়ে উঠেছে।
জেলেনস্কি বলেন, ‘বুচাকে ন্যায় বিচারের প্রতীকে পরিণত করতে আমাদেরকে অবশ্যই সবকিছু করতে হবে। আমরা চাই রাশিয়ার প্রত্যেক খুনি, জল্লাদ ও সন্ত্রাসীকে তাদের প্রতিটি অপরাধের জন্য দায়ী করা হোক।’
তিনি আরো বলেন, ‘বুচায় যে নৃশংশতা ঘটেছে, রাশিয়ার সেনাবাহিনীই তা ঘটিয়েছে।’