বুধবারও শীর্ষে লাফার্জ সুরমা

বুধবার ২৭ডিসেম্বর তৃতীয় দিনের মতো  দর বাড়ার শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৭৭ শতাংশ।

বুধবার শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১ হাজার ৫৩৬ বারে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ২২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১৩ কোটি ২৯ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ। সর্বশেষ ২৮৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৯৩ বারে ১২ লাখ ২১ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৮২  লাখ টাকা।

এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডস ১৯ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটি এক হাজার ৪২৭ বারে এক লাখ ৩৬ হাজার ৭৪ টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ,ডেসকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড।

আজকের বাজার:এসএস/২৭ডিসেম্বর ২০১৭