বোরকা ও নিকাব নিষিদ্ধ করল নেদারল্যান্ড

মুসলিম নারীদের জন্য বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। তবে হিজাব ওই নিষেধাজ্ঞার আওতায় আসবে না বলে জানানো হয়েছে দেশটির পার্লামেন্টের রায়ে।

মঙ্গলবার নেদারল্যান্ডস পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটির মাধ্যমে বোরকা নিষিদ্ধ বিলে এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চুল ঢেকে রাখা পোশাক হিজাব ওই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে।

মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার পরেও দেশটির সরকারের দাবি, কীভাবে পোশাক পরতে হবে, সে ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আছে জনগণের। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোসহ সরকারি ভবনে মুখ ঢাকা যাবে না।

তবে শিক্ষা ও চিকিৎসাবিজ্ঞানের কাজে মুখ ঢাকতে কোনো বাধা থাকছে না।

আইনে বলা হয়েছে, রাস্তায় হেঁটে চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু পুলিশ চাইলে যে কোনো নারীকে বোরকা খুলতে বলতে পারবে।

তবে নেদারল্যান্ডসের আইনকে ‘ধর্মীয়ভাবে নিরপেক্ষ’ উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি কখনো ফ্রান্স বা বেলজিয়ামের মতো বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ করবে না।

আজকের বাজার/এমএইচ