বোলিংয়ে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

অলরাউন্ডার হলেও নিয়মিত বল করেন না মাহমুদউল্লাহ। পার্ট টাইমার হিসেবেই মাঝে মধ্যে বল করেন। চোট কাটিয়ে আজই (শনিবার, ১৪ ডিসেম্বর) মাঠে ফিরেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই অধিনায়ক। আর ফিরেই গড়লেন রেকর্ড।

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগের চতুর্থ দিনের খেলায় চট্টগ্রাম মুখোমুখি হয় রংপুর রেঞ্জার্সের। এ দিন রংপুরের তৃতীয় উইকেটটি নেন মাহমুদউল্লাহ। জহুরুল ইসলামকে মুক্তার আলির তালুবন্দি করে টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ম্যাচে ৪ ওভার বোলিং করে ১৭ রানে ঐ একটি উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ এবং চট্টগ্রামের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রতিপক্ষ রংপুরকে ১৫৭ রানে বেঁধে ফেলে চট্টগ্রাম। জবাবে ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ বাহিনী। তবে ব্যাট হাতে সফল হতে পারেননি রিয়াদ। মাত্র ১৫ রানে বিদায় নেন তিনি।

টি-টুয়েন্টিতে ১০০ উইকেট নিলেও আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩১ উইকেট শিকার করেছেন মাহমুদউল্লাহ। এছাড়া টেস্টে ৪৩ ও ওয়ানডেতে ৭৬ উইকেটের মালিক এ অফস্পিনার।

আজকের বাজার/আরিফ