ভারতের পূর্বাঞ্চলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর আঘাত

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণী শুক্রবার ভারতের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। এতে বহু গাছ-পালা উপড়ে পড়েছে, দোকান-পাট, ঘরবাড়ি উড়ে গেছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম। খবর এএফপি’র।
দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ঝড়টি ভারতের পূর্ব উপকূলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্ছ ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এতে বড় ধরনের জলোচ্ছাসের হুমকি থাকায় নি¤œাঞ্চলগুলোতে বন্যা দেখা দিতে পারে।
বিগত কয়েকদিনে ওড়িশা কর্তৃপক্ষ ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছাসের সম্ভাবনা থাকায় তাদেরকে সরিয়ে নেয়া হয়। ১৯৯৯ সালে সেখানে এক ঘূর্ণিঝড়ের আঘাতে ১০ হাজারের বেশি লোক প্রাণ হারায়।
এছাড়া এ ঝড়ের কবল থেকে রেহাই পেতে পশ্চিমবঙ্গ রাজ্যের লাখ লাখ লোককে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূল বরাবরের গাছ-পালা উপড়ে পড়ার বিভিন্ন ছবি প্রকাশ করেছে।
এনডিআরএফের বিভিন্ন দল উপড়ে পড়া গাছগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে।
ফণী পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরপূর্ব দিক দিয়ে বয়ে বাংলাদেশের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।