ভারতে ট্রাক উল্টে নিহত ১৯, আহত ৭

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। টাইমস অব ইন্ডিয়া’র সূত্রে এসব তথ্য জানা যায়।

শনিবার (১৯ মে) সকালে রাজ্যের ভাবনগর-আহমেদাবাদ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, আহমেদাবাদ থেকে ১৭০ কিলোমিটার দূরে গুজরাটের ভাবনগর-আহমেদাবাদ মহাসড়কে বাভালিয়া গ্রামের কাছে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত ১৫ জনকে হাসপাতালে নেয়ার পর সেখানে আরও ৮ জনের মৃত্যু হয়।

আজকের বাজার/একেএ