ভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল আমদানি করবে সরকার

দেশের খাদ্য ঘাটতি মেটাতে সরকারি পর্যায়ে ভারত থেকে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার।

১৮ অক্টোবর বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতি টনে ৪৫৫ মার্কিন ডলার হিসেবে ১ লাখ টন চাল আমদানি বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৩৭৭ কোটি ৬৪ লাখ টাকা।

এর মধ্য দিয়ে এক দশক পরে ভারত থেকে সরকারিভাবে চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারিভাবে ভারত থেকে চাল আমদানির চেষ্টা করলেও তাতে সফল হয়নি।

আজকের বাজার:এলকে/এলকে ১৮ অক্টোবর ২০১৭