ভারত ২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার ‘সতীশ ধাওয়ান স্পেস সেন্টার’ থেকে রোববার দু’টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। খবর সিনহুয়া’র।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)-ও এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পোলার স্যাটেলাইট চালিত বাহনে প্রায় ২২ টা ৮ সেকেন্ডে স্যাটেলাইট দু’টি উৎক্ষেপণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোভাএসএআর এবং এস ১-৪ এর একত্রে ওজন ৮৮৯ কেজির কাছাকাছি। ভারতের এনট্রিক্স কোর্পোরেশর লিমিটেড ও ব্রিটেনের সারি স্যাটেলাইট টেকনোলোজিস লিমিটেড এই ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট দু’টি বাণিজ্যিকভাবে শুরু করার ডিজাইন করেছে।

দু’টি স্যাটেলাইটই সূর্যের সমলয় কক্ষপথের ৫৮৩ কিলোমিটারের মধ্যে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। তথ্য-বাসস।

আজকের বাজার/এমএইচ