ভূমিকম্পে কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭ জন গার্মেন্টেস শ্রমিক আহত

আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে দেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে জেলার চৌদ্দগ্রামে তাড়াহুড়ো করে বাইরে আসতে গিয়ে একটি গার্মেন্টেসের ১৭ জন শ্রমিক আহত হন।

স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া জানান- কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা এলাকায় ভূমিকম্পের উৎপত্তি স্থল। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
ভূমিকম্পে জেলার সাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোয়া দূরূদ ও উলুধ্বনি করতে থাকে এবং অনেকে বাসা-বাড়ি ও অফিস এবং কলকারখানা থেকে বাইরে নেমে আসে।

জানা যায়- চৌদ্দগ্রাম উপজেলায় মিরসানি এলাকায় ভূমিকম্পে একটি গার্মেন্টেসের ১৭ জন শ্রমিক এবং ইপিজেড এলাকায় একটি কারখানার শ্রমিকরা তাড়াহুড়া করে বাইরে আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হয়। (বাসস)