মধ্য আফ্রিকার রাজধানীর উত্তরে সংঘর্ষে ১৩ বেসামরিক নাগরিক নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সিএআর) রাজধানী বাঙ্গুই’র উত্তরে ব্যাপক সংঘর্ষে ১৩ বেসারিক নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে থাকা জাতিসংঘ মিশন বুধবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এমআইএনইউএসসিএ’র মুখপাত্র লে.কর্ণেল আব্দুল আজিজ ফাল এএফপি’কে বলেন, শান্তিরক্ষীরা বুধবার সংঘাতপূর্ণ দেশটির রাজধানী বাঙ্গুই’র প্রায় ৩শ’ কিলোমিটার উত্তরের বংবোতো থেকে ১৩টি লাশ উদ্ধার করেছে।

জাতিসংঘের মতে, সিএআর হচ্ছে বিশ্বে দ্বিতীয় নূন্যতম উন্নত দেশ এবং তারা ২০১৩ সালে ছড়িয়ে ভয়াবহ গৃহযুদ্ধের পরিণাম ভোগ করছে।