ঢাকার মশা ধ্বংস করবে গাপ্পি মাছ!

গাপ্পি মাছ দিয়ে গত বছর মশা নিধনের পরীক্ষামূলক কাজ শুরু করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।এবারো মশা নিধনে ব্যবহার করা হবে গাপ্পি মাছ।

আগামি ২০ মার্চ থেকে প্রকল্প হিসেবে রাজধানীর দক্ষিণ সিটির মশা ধ্বংস করবে এ মাছ। আপাতত ৪৫০ কিলোমিটার নালায় এই মাছের পোনা অবমুক্ত করা হবে।

পাইলট প্রকল্প হিসেবে এ মাছ অবমুক্ত করা হবে দক্ষিণ সিটির অঞ্চল-৪-এর নালাগুলোয়। এতে দরকার হবে প্রায় ১৫ লাখ পিস পোনা। পোয়েসিলা রেটিকুলাটা প্রজাতির এই রঙিন মাছ অ্যাকোয়ারিয়ামের বাহারি মাছ হিসেবেই পরিচিত।

সব ধরনের আবহাওয়ায় এ মাছ দ্রুত মানিয়ে নিতে পারে। পানির ওপরের অংশে ঘোরাফেরা করে। এ মাছ মশার লার্ভা খেয়ে ফেলে বলে বিভিন্ন দেশে মশা নিয়ন্ত্রণে গাপ্পির ব্যবহার রয়েছে।

তবে গাপ্পি অতিদ্রুত বংশ বিস্তার করে বলে উন্মুক্ত জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়া ক্ষতির কারণ হতে পারে। একটি গাপ্পি মাছ দিনে গড়ে ৫০টি লার্ভা ধ্বংস করতে পারে। প্রতিবেশী ভারতে এ মাছের সাহায্যে মশার প্রজনন ধ্বংস করা হচ্ছে।

আজকেরবাজার/আরজেড