মাঠে ফিরতে মুখিয়ে পগবা

প্রাণঘাতি করোনাভাইরাসে কারনে বিশ্বের সবকিছুই এখন অচল। ক্রীড়াঙ্গনও স্তব্ধ। সবকিছু স্বাভাবিক হলে দ্রুত মাঠে ফিরতে মুখিয়ে আছেন ম্যানচেষ্টার ইউনাইটেড ও ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা।

ডিসেম্বরের শেষ সপ্তাহের পায়ের চোটে পড়েন পগবা। জানুয়ারিতে অস্ত্রোপচার করেন তিনি। সুস্থ হয়ে উঠলেও করোনাভাইরাসের কারনে মাঠে ফিরতে দেরি হচ্ছে পগবার। তবে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন পগবা। তিনি বলেন, ‘এখন আমি ফিট। পুরোদমে অনুশীলন করার কথা ভাবছি। আশা করছি খুব শিগগির খেলতে পারব। এই চোটের পর আমি বুঝতে পেরেছি, ফুটবলকে কতটা ভালোবাসি।’

মাঠে নামতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন পগবা, ‘আমি খুব হতাশ হয়ে পড়ছি মাঠে না নামতে পেরে। মনে হচ্ছে যেন অনেক দিন আগে খেলেছি।’ জুভেন্টাস ছেড়ে ২০১৬ সালে ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দেন ২৭ বয়সী পগবা। ৯৯ ম্যাচে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন তিনি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান