মানসিক রোগী জয়া !

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয় করছেন কলকাতার ‌বৃষ্টি তোমাকে দিলাম” শিরোনামের একটি নতুন ছবিতে। এই ছবিটিতে জয়া দেখা যাবে একজন মানসিক রোগীর চরিত্রে। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের এই ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যূষ। পরিচালনা করেছেন অর্ণব পাল।

জয়া বলেছেন, ছবিটির গল্পটা একটু অন্যরকম। আর আমি যে চরিত্রে অভিনয় করছি তাতেও রয়েছে ভিন্নতা। সবমিলিয়ে আমার কাছে কাজটা বেশ ভালো লাগছে। ছবিটিতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করছেন চিরঞ্জিত, রাজেশ শর্মা প্রমুখ। এদিকে জয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন। কলকাতার কৌশিক গাঙ্গুলির ”বিসর্জন” ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এছাড়া এই ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছে জয়া আহসান অভিনীত এই ছবিটি।

আজকের বাজার: আরআর/ ১৪ সেপ্টেম্বর ২০১৭