মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে আছে শেখ হাসিনার সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যেকোন দুর্যোগে মানুষের সুখে দুঃখে সবসময়ই পাশে আছে শেখ হাসিনার সরকার। সোমবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় আছে আপনাদের খাবারের সমস্যা হবে না। প্রধানমন্ত্রীও সবসময়ই সাধারণ ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি চান সবার সুখে-দুঃখে সামিল হতে। যদিও তাঁর অসীম ক্ষমতা নাই। সকল মানুষকে তিনি খাবার দিতে পারবেন না। এটা আল্লাহর দায়িত্ব, মহান আল্লাহ তাদেরকে খাবার দেন। তবুও কিছু কিছু মানুষ আছে যারা বেশি অসহায় তাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার দিয়েছেন।

পরিকলমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে।

তিনি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, সবসময় ন্যায় বিচার করবেন। গরীবদের অগ্রাধিকার দিবেন। সে কোন দলের- সেটা বিবেচনার বিষয় নয়। মাননীয় প্রধানমন্ত্রীও চান- যাতে করে গরীবরা উপকৃত হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান