মালিতে জিহাদিদের হামলায় নিহত ১২

মালির নাইজার সীমান্তের কাছে এক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।

রোববারের (১৬ জুলাই) এ হামলাটি দেশটির জিহাদিরা চালিয়েছে বলে ধারণা করছে সশস্ত্র তৌয়ারেজ গ্রুপ ও স্থানীয় কর্তৃপক্ষ।

এএফপি’র খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালির অস্থিতিশীল এই অঞ্চলে বিভিন্ন হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের আনুগত্য স্বীকার করা অনেক জিহাদি সংগঠন সক্রিয় রয়েছে।

জিহাদিদের বরাত দিয়ে তৌয়ারেজের দু’টি সশস্ত্র গ্রুপ এক বিবৃতিতে জানায়, রোববার মালি-নাইজার সীমান্তে সক্রিয় স্থানীয় অপরাধী চক্রের সাথে যুক্ত সশস্ত্র দস্যুরা ইঞ্জাগালেনে হামলা চালায়।

এ দুই গ্রুপের বিবৃতিতে আরও বলা হয়, সেখানে তারা বেসামরিক লোকদের ওপর বেপরোয়া গুলি চালায়। এতে ১২ জন নিহত হয় এবং ৩টি গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে এ অঞ্চলের প্রধান নগরী মানেকায় সরকারি একজন কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ