মিন্টু-আলাল-সোহেলের মনোনয়নপত্র জমা না দেয়ার কারণ জানালো বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেননি বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবীবুন নবী খান সোহেল। নির্বাচনে দলের তিনজন গুরুত্বপূর্ণ নেতা অংশ না নেয়াকে কৌশলগত কারণ বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর বিএনপির সিনিয়র নেতা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগের নির্বাচনগুলোতে আমাদের দলীয় প্রধান খালেদা জিয়া প্রতিটি নির্বাচনী আসনে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু এখন তিনি জেলে, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন। নির্বাচনের প্রচারণা চালানোর জন্য আমাদের অনেক নেতার সম্পৃক্ততা জরুরি হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘রিজভী এবং আমিও মনোনয়নপত্র নেইনি। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যারা নির্বাচনে লড়বেন না তারা প্রার্থীদের সহযোগিতা করবেন। নির্বাচনী কৌশলগত কারণেই আমাদের দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা তাদের মনোনয়নপত্র জমা দেননি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবীবুন নবী খান সোহেল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তারা তিনজনই মনোনয়নপত্র জমা দেননি। অবশ্য তাদের তিন আসনেই বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি।

আজকের বাজার/এমএইচ