মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে শুক্রবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মিরপুর জোনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর রাত ৪টা ১১ মিনিটের দিকে মিরপুর-৭ নম্বর রোডে একটি বস্তিতে আগুন লাগে এবং তা দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আগুনে রাবেয়া (৪৫) ও শাহীন ইসলাম (৩৫) নামে দুই ব্যক্তি আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।