মিশরে পুলিশের গুলিতে ৪০ জঙ্গী নিহত

মিশরে পুলিশের সাথে গুলি বিনিময়ে ৪০ জঙ্গী নিহত হয়েছে। আজ শনিবার সকালে মিশরের গিজা ও উত্তর সিনিয়ায় পুলিশি অভিযানের সময় এ ঘটনা ঘটে।

বিবিসির এক বার্তায় এ তথ্য জানা যায়।

শনিবার সকালে পুলিশি অভিযানের সময় কিছু অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পাল্টাপাল্টি গুলিবিনিময়ে সন্দেহভাজন ৪০ জঙ্গী নিহত হয়। জঙ্গীদের দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র, চার্চ এবং সামরিক বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানায় দশটির নিরাপত্তা বাহিনী। আর মিশরের অভ্যন্তরীণ মন্ত্রনালয় জানায়, শুক্রবারের বোমা বিস্ফোরণের পর সেখানে পুলিশ অভিযান চালানো হয় এবং তাদের গুলিতে অন্তত ৪০ জন জঙ্গী নিহত হয়।

গেল শুক্রবার রাতে মিশরের বিখ্যাত গিজা পিরামিডের কাছে মেরিওটয়া সড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় পর্যটকবাহী বাসের চারজন নিহত হয়। আহত হয় আরও ১২ জন। নিহতদের ৩ জন ভিয়েতনামের পর্যটক ও ১ জন স্থানীয় গাইড। এরপর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এখনও কোন সংগঠন এ জঙ্গী হামলার দায় স্বীকার কবে নি। তবে এর আগে মিশরে বিভিন্ন জঙ্গী হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন- আইএস।

 

আজকের বাজার / মিথিলা