মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান না: তৃণমূল কংগ্রেসকে মমতা

ছবি : ইন্টারনেট

জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজ দলের বিপত্তির পর প্রথম সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি আর মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চান না এবং বিষয়টি তিনি তার দল তৃণমূল কংগ্রেসকে জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আমি দলকে বলেছি, ছয় মাস ধরে কাজ করতে পারিনি। আমি ছিলাম ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী। আমি এটি মেনে নিতে পারি না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে চাই না। এ চেয়ার আমার জন্য কিছুই না। আমার জন্য দলের প্রতীক সবচেয়ে গুরুত্বপূর্ণ। খবর ইউএনবি।

দীর্ঘদিন ধরে বামদের ঘাঁটি থাকার পর তৃণমূলের শাসনে আসা পশ্চিমবঙ্গে বিজেপি অসাধারণ সাফল্য দেখিয়েছে। লোকসভার ৪২টি আসনের মধ্যে ১৮টি দখল করে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। যেখানে ২০১৪ সালের নির্বাচনে তারা পেয়েছিল মাত্র দুটি আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবার ২২টি আসন ধরে রাখতে পেরেছে।

নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, নির্বাচনে বামদের থেকে ভোট পেয়েছে বিজেপি।

৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে তাদের জয় ৩৫২ আসনে।

‘আমি এটা মানতে পারি না। বিজেপি কীভাবে রাজস্থান, গুজরাট, হারিয়ানায় এত আসনে জয় পায়? মানুষ কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু আমি নয়,’ যোগ করেন মমতা।

আজকের বাজার/এমএইচ