মূল্য সংবেদনশীল তথ্য নেই, জানালো বঙ্গজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ১জানুয়ারি নোটিশ দেয়  ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ২১ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির ১৫৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮৪ টাকা ৮৫ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮