মূল্য সূচকের পতনে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৪জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন চলছে।

 ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫২১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮