মোদি এলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে: ওবায়দুল কাদের

মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ২ মার্চ, সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনা করে নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো উচিত। তার আসা প্রতিহত করার ঘোষণায় বিব্রত নয় সরকার।

এ সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দিল্লির সাম্প্রতিক সহিংসতা পূর্বপরিকল্পিত। এটির তদন্ত চলছে। বর্তমান সরকার ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সহানুভূতিশীল।

দুই দিনের সফরে আজ সকাল ৯টায় ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজকের বাজার/আআ