যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের আচরণেন পরিবর্তন চায়: ম্যাটিস

ট্রাম্প প্রশাসন ইরানের পতন কিংবা সরকার পরিবর্তনের নীতি গ্রহণ করেছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, এমন কিছু আরোপ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা ইরানের পতন কিংবা দেশটির সরকার পরিবর্তনের নীতি আরোপ করতে চাচ্ছি না। কেবল মধ্যপ্রাচ্যে দেশটির আচরণের বদল ঘটাতে কাজ করছি।

বার্তা সংস্থা আল আরাবিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, আমরা তাদের আচরণে পরিবর্তন চাচ্ছি। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগ যে বেশ কিছু হুমকি তৈরি করেছে সেটা বন্ধ করতে আমরা কাজ করছি।

সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে তিনি এসব কথা বললেন।

বৃহস্পতিবার ইরানের অভিজাত বিপ্লবী গার্ডসের একজন ক্ষমতাশালী কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি করে বলেছেন, যদি আপনি যুদ্ধ শুরু করেন, তবে আমরা তার ইতি টানব। এ যুদ্ধ আপনার এতদিনের সব অর্জন ভণ্ডুল করে দেবে।

তিনি বলেন, তেহরানকে না, ডোনাল্ড ট্রাম্পের উচিত সরাসরি আমাকে হুমকি দেয়া। এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নৈশক্লাব ও জুয়া হলের ভাষা ব্যবহার করেছেন বলে তিনি মশকরা করেন।

আজকের বাজার/আরআইএস