রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩৫ সদস্য আটক

নগরীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে গুরুতর অভিযোগ না থাকলে গ্যাং সদস্যদের মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হচ্ছে।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মঙ্গলবার রাত পর্যন্ত নগরীর ১২ থানায় অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়।

এর আগে, আরও প্রায় দুই শতাধিক কিশোরকে আটক করা হয়। তবে অধিকাংশকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএমপি জানায়, সারা দেশের মতো রাজশাহীতেও ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। তারা পাড়া মহল্লার প্রভাবশালী ব্যক্তি, মাস্তান বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

তারা একসাথে মাদক সেবন, পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ঝগড়া-বিবাদেও জড়িয়ে পড়ছে।

এ অবস্থায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে আরএমপি সর্বাত্মক অভিযান শুরু করেছে।

এ ধরনের অভিযান চলতে থাকবে এবং কিশোর গ্যাং সদস্যদের গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।