রাশিয়ায় বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন ব্যাংক নোট

আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে ১০০ রুবল মূল্যের স্মারক ব্যাংক নোট উম্মোচন করেছে রাশিয়া।

নোটটির এক পাশে দেখা যাচ্ছে, বল হাতে দাঁড়িয়ে থাকা এক কিশোর সাবেক সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইভানোভিচ ইয়াসিনের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে।

সাবেক সোভিয়েত তারকা ইয়াসিন ১৯৯০ সালে ৬১ বছর বয়সে মারা যান। যিনি সুপরিচিত ছিলেন ‘ব্ল্যাক স্পাইডার’ কিংবা ‘ব্ল্যাক প্যান্থার’ নামে। ইয়াসিন ফুটবলের মাঠে সর্বকালের সেরা গোলরক্ষক হিসেবে সমাদৃত।

নোটটির অপর পাশে একটি বলের মধ্যে রাশিয়ার মানচিত্র দেয়া আছে। এই মানচিত্রের মধ্যে রাশিয়ার ১১ টি ভেন্যু শহরের নাম উল্লেখ আছে। নোটটির মূল্য ১.৬৩ ইউএস ডলার।

ব্যাংক নোটটি তৈরি হয়েছে প্ল্যাষ্টিক দিয়ে। এই নোটটিতে বিভিন্ন হলোগ্রাফিক ইমেজ জুড়ে দেওয়া আছে যা আলোর বিপরীতে ধরলে এর ভিন্ন রূপ ধরা পড়ে।

আরজেড/