রুশদের প্রতি ‘দেশপ্রেমের প্রতীক’ হিসেবে ভোট দেয়ার আহ্বান পুতিনের

epa10215474 Russian President Vladimir Putin speaks during a ceremony to sign treaties on new territories' accession to Russia at the Grand Kremlin Palace in Moscow, Russia, 30 September 2022. From 23 to 27 September, residents of the self-proclaimed Luhansk and Donetsk People's Republics as well as the Russian-controlled areas of the Kherson and Zaporizhzhia regions of Ukraine voted in a so-called 'referendum' to join the Russian Federation. EPA-EFE/GAVRIIL GRIGOROVSPUTNIK/KREMLIN POOL MANDATORY CREDIT

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ানদের তাদের দেশপ্রেম দেখানোর জন্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে তিনি বলেছেন, আমি আপনাদের ভোট দিতে এবং আমাদের প্রিয় রাশিয়ার ভবিষ্যতের জন্য দেশপ্রেমিক ও নাগরিক কর্তব্য পালনের আহবান জানাই।
তিনি আরো বলেছেন, আজকের নির্বাচনে অংশ নেয়ার মানে আপনার দেশপ্রেমিক অনুভূতি প্রদর্শন করা।
রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুতিনই আবারো ছয় বছর মেয়াদের জন্যে ক্ষমতায় ফিরবেন বলে অনেকটাই নিশ্চিত। শতাব্দীর শুরু  থেকেই তিনি রাশিয়া শাসন করে আসছেন। (বাসস ডেস্ক)