রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ৪০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি

দেশের অন্যতম বড় প্রকল্প পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সরকারি ব্যয় ৪০ কোটি টাকা বাড়লো। নতুন করে এ প্রকল্পে সরকারকে গুণতে হবে ৫০ লাখ ডলার বা ৪০ কোটি টাকা।

বুধবার ০৫ জুলাই সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র মতে, ২০১৫ সালের চুক্তি অনুযায়ী, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মোট চুক্তি মূল্য দাঁড়ায় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে ধরে এতে টাকার অংক দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা।

এর মধ্যে রাশান ফেডারেশন ১ হাজার ৩৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থাৎ ৯০ শতাংশ। অবশিষ্ট ১০ শতাংশ সরকারের দেওয়ার কথা।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার ও রাশান ফেডারেশনের মধ্যে ১ হাজার ৩৮ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়েছে। যার প্রেক্ষিতে এই হ্রাকৃত ৫০ লাখ ডলার বা ৪০ কোটি টাকা এখন সরকারকে দিতে হবে।

আজকের বাজার: আরআর/ ০৫ জুলাই ২০১৭