রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের

রোহিঙ্গা ইস্যুতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশেটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার ১৭জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে  এ আশ্বাস দেন তিনি।

বৈঠকে মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার যে সহযোগিতা করেছে তাতে বাংলাদেশ সন্তুষ্ট। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। জবাবে সুষমা  স্বরাজ বলেন, ‘আমাদের সহযোগিতা নিশ্চিতভাবেই পাবেন।’ বৈঠকে মাহমুদ আলী রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি সম্পর্কে সুষমাকে অবহিত করেন।

সুষমা আরও জানান, রাখাইনের উদ্বাস্তুদের পুনর্বাসনে ভারত সরকার মায়ানমারকে আর্থিক সহযোগিতা করছে। সেই সঙ্গে বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮