লভ্যাংশের সাথে বেড়েছে ইপিএস-এনএভিও

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশের সাথে বেড়েছে ইপিএস-এনএভিও। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১২৪ শতাংশ। আর এনএভি বেড়েছে ৮ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৯৫ পয়সা।

২০১৫ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ইপিএস করেছিল ৫৮ পয়সা এবং এনএভি ছিল ১১ টাকা ৯৪ পয়সা।