‘লাইট ইঞ্জিনিয়ারিং’কে বর্ষ পণ্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

দেশের ‘লাইট ইঞ্জিনিয়ারিং’ পণ্যকে ২০২০ সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতে বিশেষ মনোযোগ দিতে চান তিনি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইডিএফ) ২০২০ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমরা লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অধীনে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।

তিনি উল্লেখ করেন, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকুমুলেটর ব্যাটারি, সোলার ফটো-ভল্টিং মডিউল ও বিভিন্ন খেলনা সামগ্রীসহ লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাংলাদেশ আরো পণ্য উৎপাদন করতে পারে বলে খবর ইউএনবির।

‘বিনিয়োগ আকৃষ্টে আমাদের অনেক সুযোগ রয়েছে এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমাদের বিশাল বাজার রয়েছে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

আজকের বাজার/লুৎফর রহমান