লিপেটস্ক অঞ্চলে রুশ কর্তৃপক্ষের নিরাপত্তা জোরদারের ঘোষণা

রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা কয়েকটি অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে।
রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন ইউক্রেন সীমান্ত পাড়ি দেয়ার ঘোষণার পর শনিবার রুশ কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ইয়েভগেনি প্রিগোঝিন রুশ সামরিক নেতৃত্বের পতনের জন্যে শেষ পর্যন্ত দেখার অঙ্গীকার করেছেন। রুশ বাহিনী তার লোকদের ওপর হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন।
মস্কোর দক্ষিণাঞ্চলের লিপেটস্ক অঞ্চলের গভর্ণর ইগোর আর্তামনোভ বলেছেন, এই অঞ্চলের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, আমি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।
দক্ষিণাঞ্চলীয় রস্তোভ অঞ্চলের কর্মকর্তারা বাসিন্দাদের ঘরে থাকার কথা বলেছেন।
রস্তোভ গভর্ণর ভ্যাসিলি গুলুবেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় সবকিছু করছে।
এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো কর্র্তৃপক্ষও নিরাপত্তা জোরদার করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ রাজধানীজুড়ে সাজোঁয়া যান মোতায়েন করতে দেখা গেছে।
উল্লেখ্য, প্রিগোঝিন নিজ দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের মোকাবেলা করতে অগ্রসর হচ্ছেন। এদের রুখতে সামরিক বাহিনীর প্রতি নির্দেশ জারি করেছে রুশ কর্তৃপক্ষ।
এছাড়া ওয়াগনার বাহিনীর প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।