লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটি ২২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৩৬৯ বারে ৬৩ লাখ ১৯ হাজার ৫২১টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। আজ কোম্পানিটির দুই হাজার ৮৮৪ বারে ৯ লাখ ৯৩ হাজার ৪৬১টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৩ কোটি ১১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেড ২ হাজার ৯৫৫ বারে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক ১১ কোটি ৬৭ লাখ টাকা, ব্রাক ব্যাংক ১০ কোটি ৯৪ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১০ কোটি ৫৯ লাখ টাকা, ইবিএল ৯ কোটি ৮৪ লাখ টাকা, সিটি ব্যাংক ৯ কোটি ৪৯ লাখ টাকা, গ্রামীণফোন ৯ কোটি ৪ লাখ টাকা ও রূপালী ব্যাংক ৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার: এলকে/ ১৯ ডিসেম্বর ২০১৭