লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকের করোনা শনাক্ত

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, ‘মঙ্গলবার আটজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিল। আজ সকালে নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজনের ফল পজেটিভ এসেছে।’

এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ছয়জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে মঙ্গলবার সুস্থ ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজনের করোনা শনাক্ত হওয়ায় লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।