‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার’ পেলেন হাসান আজিজুল হক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শওকত ওসমান সাহিত্য পুরস্কার পেলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনে বাংলা বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা গবেষণা সংসদ’ আয়োজিত এই অনুষ্ঠানে রাবি ভিসি বলেন, ‘আজ যার নামে এ পুরস্কার দেয়া হচ্ছে, তিনি উপমহাদেশের এমন একজন ব্যক্তি যাকে কোনো বিশেষণ দিয়ে পরিমাপ করা যাবে না। তেমনি যিনি অর্জন করলেন তিনিও মহান ব্যক্তি। কারণ দেশের এমন কোনো সাহিত্য পুরস্কার নেই যা তিনি পাননি।

পুরস্কার লাভের পর নিজের অনুভূতিতে হাসান আজিজুল হক বলেন, ‘বাংলাদেশ এবং দেশের বাইরের অনেক পুরস্কার অর্জন করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার কোনো পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য সত্যিই অনেক আনন্দের। কেননা আমি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র এবং শিক্ষক ছিলাম।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সভাপতি পিএম সফিকুল ইসলাম।

রাবি/আরএম