শব-ই-কদরে ব্যাংক বন্ধ থাকবে ১৩ জুন

পবিত্র শব-ই-কদরের ছুটি আগামী ১২ জুনের পরিবর্তে একদিন পিঁছিয়ে ১৩ জুন পুননির্ধারণ করেছে সরকার। এর ফলে ১৩ জুন দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (০৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি সার্কুলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সার্কুলার দুটি জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, শব-ই-কদর উপলক্ষে সরকারি ছুটি পূর্ব ঘোষিত আগামী ১২ জুন মঙ্গলবারের পরিবর্তে ১৩ জুন বুধবার পুনঃনির্ধারিত হয়েছে। তাই পূর্ব ঘোষিত ১২ জুন ছুটির দিনটি কার্যদিবস হিসেবে গণ্য হবে। একই সঙ্গে ১৩ জুন সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

দেশে বর্তমানে ৫৭টি ব্যাংক ও ৩৩টি আর্থিক প্রতিষ্ঠান কার্যরত রয়েছে।

আজকের বাজার/ এমএইচ