শব্দের চাইতে ২৭গুন দ্রুত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযোজিত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা দফতর জানায় যে শব্দের চাইতে ২৭গুন দ্রুত নুতন একটি ইন্টারকন্টিনেন্টাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাঁরা তাদের বহরে সংযোজিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী জানান এই সংযোজন তাদের দেশের পরমাণু আঘাতের যোগ্যতা ব্যাপক ভাবে বাড়িয়ে তুলবে। AVANGARD নামের এই সর্বাধুনিক অস্ত্রটি আন্তর্জাতিক দূর পাল্লা ক্ষেপণাস্ত্রের আইসিবিএম (ICBM ) সুম্মুখ ভাগে রেখে উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়।

প্রেসিডেন্ট পুতিন ২০১৮ সালে AVANGARD কর্মসূচির উদ্বোধন করেছিলেন। তার সফল পরীক্ষার মাধ্যমে এই পারমাণবিক অস্ত্র এখন রুশ প্রতিরক্ষা ব্যবস্থায় সংযোজিত হোল।খবর ভিওএ।

আজকের বাজার/লুৎফর রহমান