শীতের তীব্রতা থাকবে ১০ জানুয়ারী পর্যন্ত

সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে।  মঙ্গলবার ৯জানুয়ারি  সকালে সূর্যের মুখ দেখা গেলেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকার তাপমাত্রা ৯ দশমিক ৫ থেকে বেড়ে আজ ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

তবে  দেশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে এখনো শৈত্যপ্রবাহ বইছে । আবহাওয়া অফিস বলছে, উচ্চ চাপ বলয়ের প্রভাবে ১০ জানুয়ারী পর্যন্ত শীতের তীব্রতা থাকবে। এরপর শীত কিছুটা কমলেও মাসের শেষ দিকে ফের শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।

১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এত দিন পর্যন্ত সেটাই ছিল দেশের সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড।

আজকের বাজার:এসএস/৯জানুয়ারি ২০১৮