শেরপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ

জেলায় চলতি শীত মৌসুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত ত্রাণ কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, এবার অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। জেলায় ৫ টি উপজেলা, ৪ টি পৌরসভায় ও ৫২ টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরন করা হচ্ছে।

তিনি জানান, শেরপুর সদরে ৮ হাজার চারশ’ ৬০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। নকলা উপজেলায় ৬ হাজার পাঁচশ’ ৪২ টি, শ্রীবরদী উপজেলায় ৬ হাজার দুইশ’ ১০ টি, নালিতাবাড়ি উপজেলায় ৭ হাজার তিনশ’ ৮৬ টি এবং ঝিনাইগাতী উপজেলায় ৩ হাজার নয়শ’ ৯০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। (বাসস)