শেয়ার বেচবেন ইসলামী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা ফারহানা আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্র জানায়, কোম্পানির অন্যতম উদ্যোক্তা ফারহানা আলম তার কাছে থাকা মোট ১৬ লাখ ৬৪ হাজার, ১২৫টি শেয়ারের মধ্যে ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৬৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৯ জুন ২০১৭