শ্রীলংকার সঙ্গে ১০ চুক্তি সইয়ের আশা

শ্রীলংকার সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্যের সম্প্রসারণসহ ১০টি চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার প্রথম বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তিগুলো হতে পারে বলে বাসসের খবরে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়েছে, গণমাধ্যম, আইসিটি, মেরিন যোগাযোগ ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে চুক্তি হতে পারে।

জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে তিন দিনের এক সরকারি সফরে সিরিসেনা আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন।

২০১৫ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

সরকারি সূত্র জানায়, সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

আনুষ্ঠানিক আলোচনায় দুই দেশের বিভিন্ন অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো উন্নয়নের উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭