শ্রীলংকায় ৮ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত

শ্রীলংকায় বন্যায় ৮ হাজরেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানায়। দেশটির দক্ষিণের দুটি জেলা গালি ও কালুটারাতে রোববার এ বন্যা দেখা দেয়।
সংস্থার মুখপাত্র প্রদিপ কদিপিল্লি বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। সোমবার সকাল পর্যন্ত বর্ষণ অব্যাহত ছিলো।তবে কোন হতাহতের বা বাড়ি-ঘর বিধ্বস্তের খবর পাওয়া যায়নি।নিচু এলাকায় বসবাসরতদের পর্যবেক্ষণে রাখার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, আরো বর্ষণ হতে পারে বলে আবহাওয়া দপ্তর ধারণা করছে।

আরজেড/