সবজি চাষে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ

জয়পুরহাটে জেলার কৃষকদের মধ্যে বিষমুক্ত সবজি চাষে সেক্স ফেরোমনফাঁদের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার কৃষি মন্ত্রণালয়ের অনুন্নয়ন খাতের বিশেষ বরাদ্দ হতে রবি ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ‘কুমড়া জাতীয় সবজি’ উৎপাদনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাঠ দিবস দোগাছী ইউনিয়নের বিল্লাহ গ্রামে অনুষ্ঠিত হয়।

দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুধেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি হিসেবে সেক্স ফেরোমনফাঁদ প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেরাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীরীগের সভাপতি মো: গোলাম মস্তোফা, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, কুমড়া চাষি ইদ্রিস আলী প্রমূখ।

কৃষি বিভাগ থেকে ১শ ৫০ শতাংশ জমিতে বিষমুক্ত সবজি চাষে সেক্স ফেরোমনফাঁদ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ১৮টি পট, ৩৬ টি লিউর পাওয়ার ও কৃষক ব্রিফিং বাবদ ব্যাংক হিসেবের মাধ্যমে ৫শ টাকা করে প্রদান করা হয়েছে। করলা, শসা, লাউ, মিস্টিকুমড়া সহ কুমড়া জাতীয় ফসল উৎপাদনে ফলের মাছি পোকা দমনে সেক্স ফেরোমনফাঁদ প্রযুক্তি কৃষকদের মধ্যে খুবই জনপ্রিয় লাভ করেছে বলে জানায় কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।

বিল্লাহ এলাকার ১৫০ জন কৃষক, সহকারি কৃষি কর্মকর্তা মাঠ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরএম/